
আজ আমরা বিজ্ঞানের যে অগ্রযাত্রা দেখে বিমোহিত, যার কারনে আমরা পশ্চিমা বিশ্বকে জ্ঞানের ভাণ্ডারে পরিপূর্ন একটি সভ্যতা মনে করি, বস্তুতপক্ষে সে ধারনা ভুল। অন্ধকারযুগ নামে পরিচিত এই যুগে মুসলিম বিজ্ঞানীরা জ্ঞানের প্রতিটি শাখায় অসামান্য অবদান রেখেছেন। যার উপর ভিত্তি করে পাশ্চাত্য সভ্যতা তাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে। অথচ তারা মুসলিমদের এই অবদানকে স্বীকার করতে অপ্রস্তুত। এই ভিডিওটি খুব স্বল্পসময়ে মুসলিমদের সেই অবদানকে তুলে ধরেছে।